Welcome To MIF
‘মোজাদ্দেদীয়া ইত্তেহাদীয়া ফাউন্ডেশন’ হুগলীর ফুরফুরা শরীফের মুজাদ্দিদে যামান পীর আবু বকর সিদ্দীকী (রহঃ) ও পাঁচ হুজুর পীরকেবলা (রহঃ)-এর স্মরণে প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক সংগঠন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে পিছিয়ে পড়া বা দরিদ্র জনগণের কাছে সুশিক্ষা, সুচিকিৎসা পৌঁছে দেওয়া, আর্তের সেবা ও সর্বজনীন একতা স্থাপনের লক্ষ্যে এই সংগঠন 01/01/2018 তারিখে ফুরফুরা দরবার শরীফ থেকে তার পথচলা শুরু করে। স্রষ্টার সৃষ্টিকে ভালোবেসে আল্লাহ ও তাঁর রসূলের দেখানো পথে এবং মুজাদ্দিদে যামানের সমাজসেবামূলক উদার চিন্তাকে পাথেয় করে এই নীরব যাত্রা কালের স্রোতে এগিয়ে যাবে, এ আমাদের দৃঢ় বিশ্বাস।
প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য
এই সংগঠনের কার্যাবলীর প্রথম এবং প্রধান মৌলিক উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। শিক্ষা ও সুস্থতার মতো স্রষ্টার দেওয়া নিয়া’মাত সকলের অধিকার। তাই শিক্ষা, স্বাস্থ্য, দুঃস্থের সাহায্য, সর্বোপরি সম্প্রীতি ও শান্তির বীজ বপন ও তার সযত্ন লালনই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। যে যে ক্ষেত্রে আমরা সাধ্যমতো প্রয়াসে সংকল্প নিয়েছি—
Help In Education
দুঃস্থ ছাত্রছাত্রীদের হাতে যথাসাধ্য পাঠসামগ্রী তুলে দেওয়া।
School Readmission
অর্থাভাবে স্কুলছুটদের আর্থিক সাহায্য ও উৎসাহ দিয়ে পুনরায় বিদ্যালয়ে ফিরতে সহযোগিতা করা।
Free Coaching
দুঃস্থ ছাত্রছাত্রীদের ফ্রী-কোচিং- এর ব্যবস্থা করা।
Medical Help
দরিদ্র অসুস্থদের চিকিৎসায় আর্থিক সহযোগিতা করা, তাদের যথাযথ চিকিৎসার সুযোগ পাওয়ার ব্যবস্থা করা।
Emergency Medical Services
স্বল্পব্যয়ে ডায়াগনোসিস ও জরুরী পরিষেবার ব্যবস্থা করা
Medical Camp
মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনা ব্যয়ে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা নার্সিংহোম স্থাপন করা।
Our Secretary
PIRJADA SAFERY SIDDIQUE
সমস্ত প্রশংসা মহান আল্লাহপাকের জন্য যিনি মানুষের জীবনধারনের সমস্ত উপকরণ দান করেছেন এবং মানুষকে সব মখলুকাতের শ্রেষ্ট হিসেবে নির্বাচন করেছেন। হাজার হাজার দরুদ ও সালাম মানবদীগের শ্রেষ্ঠ আল্লাহপাকের পর সর্বোচ্চ সম্মানীত পয়গম্বর হজরত মোহাম্মদ মোস্তাফা (সাঃ)-এর উপর। আমরা মোজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা (রহঃ) –এর মতাদর্শকে সামনে রেখে তাঁর ও পাঁচ হুজুর কেবলার স্মরণে মানব সেবার উদ্দেশ্যে হাদিস কোরান এজমা ও ক্বেয়াস এর পথ ধরে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি । এই সংগঠন বিভিন্ন সহৃদয় ব্যক্তির সহযোগিতায় মানবসেবার কাজ করে চলেছে।